২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃত্বে এমদাদুল ও তাইসির

- ছবি : নয়া দিগন্ত

বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮২ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক ‘পত্রিকা’র সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ম্যাক্স মিডিয়ার সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১২৮ ভোট এবং ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘সাপ্তাহিক দেশে’র সম্পাদক তাইসির মাহমুদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাপ্তাহিক ‘জনমতে’র সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাচন কশিনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার বজলুর রশীদ এম বি ই, কমিশনার আজিজ চৌধুরী ও কমিশনার ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া।

প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বাকি পদগুলোতে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি সাপ্তাহিক ‘বাংলা পোস্টে’র সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সহসভাপতি মাসিক ‘দর্পণে’র সম্পাদক রহমত আলী, কোষাধ্যক্ষ ‘বাংলা পোস্টে’র হেড অব প্রোডাকশন্স সালেহ আহমদ, সহকারী সম্পাদক এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ ইউকে বিডিটাইমস অনলাইন নিউজ পোর্টালের প্রধান সম্পাদক মো: আব্দুল কাইয়ূম, অর্গানাইজিং অ্যান্ড ট্রেইনিং সেক্রেটারি মাসিক বিলেত বাংলার নির্বাহী সম্পাদক মো: ইমরান আহমদ, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি বাংলা ভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল হান্নান, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি চ্যানেল এস-এর সিনিয়র নিউজ ক্যামেরাপারসন মো: রেজাউল করিম মৃধা। নির্বাহী সদস্য দ্যা এডিটর ডটকমের সম্পাদক আহাদ চৌধুরী বাবু, দৈনিক বর্তমান সময়ের বিশেষ প্রতিনিধি জে ইউ এম নাজমুল হোসাইন, আমাদের প্রতিদিন অনলাইন পোর্টালের সম্পাদক আনোয়ার শাহজাহান, আরটিভির যুক্তরাজ্য প্রতিনিধি সরওয়ার হোসাইন ও নারী এশিয়ান ম্যাগাজিনের সম্পাদক শাহনাজ সুলতানা।

এর আগে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের আজীবন সদস্যদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মোনা তাসনিম ও বৃটিশ পার্লামেন্টের এমপি আপসানা বেগম।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল