পিসিপি‘র কাছে অভিবাসীদের সমস্যার কথা তুলে ধরলো বাংলাদেশ
- পর্তুগাল সংবাদদাতা
- ০৪ জুলাই ২০২১, ১১:৩২
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বারেইরো পর্তুগালের নবগঠিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পর্তুগালের শতবছরের পুরানা রাজনৈতিক দল পর্তুগীজ কমিউনিস্ট পার্টির (পিসিপি) নেতৃবৃন্দ। এই সময় তারা বারেইরো অবস্তানরত বাংলাদেশী কমিউনিটি সমস্যা এবং প্রয়োজনীয়তার কথা শুনেন এবং যথাসম্ভব সবকিছুতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে পিসিপি অফিসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বারেইরোর উপদেষ্টা মণ্ডলির সদস্য আব্দুল কাহার এবং আবুল ইসলাম সংগঠনের সভাপতি জুবের আহমদ সহ-সভাপতি আব্দুস শাকুর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন অর্থসম্পাদক আখতার মিয়া চৌধুরী সমাজকল্যাণ সম্পাদক আজিজুর রহমান সুজন প্রচার সম্পাদক রাজীব মিয়া এবং দফতর সম্পাদক মোশাররফ হোসেন সজল।
পিসিপি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বারেইরো মিউনিসিপ্যালের সাবেক মেয়র এবং বর্তমান মেয়র পদপ্রার্থী কার্লোস হামবার্তো বারেইরো জোন্তার প্রেসিডেন্ট পদপ্রার্থী আলেক্সান্ড্রে নুনু টেইসেরা সিটি কাউন্সিল পদপ্রার্থী মনিকা দুয়ার্তে এবং পিসিপি বারেইরো কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার এডুয়ার্ড লুপেছ।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক এডুয়ার্ড লুপেছ স্বাগত বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের রাজনৈতিক দলের সংক্ষিপ্ত বিবরণ দেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের দলটি পর্তুগালের সবচেয়ে পুরানা রাজনৈতিক দল। আমাদের আছে শতবছরের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। পর্তুগালের স্বৈরশাসকের সময় প্রত্যেকটি রাজনৈতিক দল নিষিদ্ব হলেও মাঠে ছিল পিসিপি। পর্তুগালে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই দলের ভূমিকা ছিল প্রথম সারিতে। আমরা এদেশে অভিবাসীদের পক্ষে কথা বলি, আমরা কথা বলি শ্রমজীবী মানুষের অধিকারের।’
তিনি আরো বলেন, ‘আমাদের দল কমিউনিস্ট হলেও এটা সোভিয়েত ইউনিয়ন কিংবা চীনের কমিউনিস্ট পার্টির মতো নয় কিংবা তাদের সাথে কোনো সম্পর্ক নেই।’
বক্তব্যের শেষে তিনি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে তাদের সমস্যার কথা প্রয়োজনীয়তার কথা জিজ্ঞেস করলে সংগঠনের নেতৃবৃন্দ অভিবাসী বান্ধব দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান সেফের সাক্ষাৎকার জঠিলতার কথা তুলে ধরেন। তারা বারেইরো অবস্তানরত বাংলাদেশী ব্যবসায়ীদের নিরাপত্তার ঝুঁকির কথা তুলে ধরেন। বারেইরোতে আবাসন সঙ্কট এবং অভিবাসীদের জন্য ঠিকানা তৈরির জঠিলতার কথা উল্লেখ করেন।
তারা মুসলিম কমিউনিটির জন্য একটি মসজিদ এবং অভিবাসীদের জন্য পর্তুগীজ ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পিসিপি দল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।