ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী প্রবাসী বাংলাদেশী ডক্টর রহমান
- ডক্টর মোঃ মঞ্জুরে মওলা, ফিনল্যান্ড থেকে
- ২৮ মে ২০২১, ১৩:৫৫
ফিনল্যান্ডের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে গ্রিন পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন প্রবাসী বাংলাদেশী ডক্টর আবুল রহমান। ১৩ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউএন্সু বিশববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কর্মরত ডক্টর রহমান ইউএন্সু সিটিতে সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশী কমিউনিটিসহ সকলের কাছে এক প্রিয় ব্যক্তিত্ব। এ ছাড়াও, সদা হাস্যজ্জোল ডক্টর রহমান বাংলাদেশী- ফিনিস একাডেমিক কমিনিটিতে পরিচিত মুখ।
বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী ডক্টর রহমান সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হবার জন্য প্রবাসী বাংলাদেশীসহ সকলের দোয়া কামনা করেছেন। বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)-এর আজীবন সদস্য ডক্টর রহমান আশা প্রকাশ করেন এই বলে, ইউএন্সু সিটি থেকে নির্বাচনে জয়ী হতে পারলে বাংলাদেশীদের জন্য কিছু নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি বাংলাদেশের সাথে ফিনল্যান্ডের বিভিন্ন অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন নতুন সম্পর্ক তৈরিতে পদক্ষেপ নেবেন।