করোনায় নিউইয়র্ক প্রবাসীদের পাশে এক বাংলাদেশী আলেম
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ মে ২০২০, ২১:০৫
করোনা মহামারিতে বিপর্যস্ত নিউইয়র্ক প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশী আলেম ও জ্যাকসন হাইটস আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ইসমাঈল। তিনি করোনায় মৃতদের জানাজা, দাফন-কাফন ও আক্রান্তদের স্বাস্থ্য পরামর্শ ও মৃতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন।
নিউইয়র্কে ঘরবন্দী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ৩৫ ডলার মূল্যের ১০টি আইটেমের ফুড বক্স। এখন পর্যন্ত তিনি ৩০০-এর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
সূত্র জানায়, করোনার প্রাথমিক পর্যায়ে মৃতদের জানাজা পড়িয়ে ব্যাপক প্রশংসিত হন এ আলেম। পরে সঙ্কট দীর্ঘ হলে তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান আন-নূর কালচারাল সেন্টারের পক্ষ থেকে নিউইয়র্কের ঘরবন্দী পরিবারের মাঝে ফুড বক্স বিতরণের উদ্যোগ নেন। এলমাহার্স্ট, জ্যাকসন হাইটস ও উডসাইড এলাকায় শুরু করলেও এখন অন্যান্য শহরেও চলছে বিতরণ কার্যক্রম।
প্রতি সোমবার থেকে শুক্রবার ঘরে ঘরে গিয়ে নিজেই ফুড বক্স পৌছে দেন তিনি। প্রতি রোববার আন-নূর সেন্টার থেকে ৫০টি পরিবারকে সরাসরি ফুড বক্স প্রদান করা হয়। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে আরো ১০০০ ফুড বক্স বিতরণের উদ্যোগ নিয়েছেন দরদি এ আলেম। বাংলাদেশেও তিনি সহায়তা করে যাচ্ছেন। আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ নামক একটি সংস্থা এ সহায়তা পৌছে দিচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার দরিদ্র, আলেম ও মধ্যবিত্ত পরিবারে।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ যখন স্বেচ্ছায় ঘরবন্দি এই বিপদের সময়ে প্রবাসীদের প্রতি একজন আলেমের আন্তরিকতায় মুগ্ধ নিউইয়র্কবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে নিউইয়র্ক থেকে মুফতি মুহাম্মদ ইসমাঈল বলেন, বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাসুলের (সা.) সুন্নত। এ সুন্নাতের ওপর আমল করা একজন আলেম হিসেবে আমার দায়িত্ব। আমি প্রশংসা পাওয়ার জন্য নয়, সেই সুন্নাতের ওপর আমল করার চেষ্টা করছি মাত্র। আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।