০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

আমিরাতে প্রবাসী বাংলাদেশী কৃতী শিক্ষার্থীরা সংবর্ধিত

-

আরব আমিরাতের বসবাসরত প্রবাসী বাংলাদেশী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সমিতি শারজাহ শাখা ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।

বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি শারজাহ শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ বাশার। কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারাং ও সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় এই অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন, দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণে শিক্ষাকেই মূল হাতিয়ার হিসাবে বেছে নিতে হবে। আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা নিজেদের কৃতিত্ব প্রমাণের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছে। আগামীতে তারা সফলতার সাথে দেশের প্রতিনিধিত্ব করবে। তাদেরকে যদি এভাবে উৎসাহিত করা যায় তাহলে তারা আগামীতে আরো বেশি সফলতার স্বাক্ষর রাখতে অনুপ্রাণিত হবে।

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত ১১৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে যারা ২০১৮ ও ২০১৯ সালে এসএসসি, ও-লেভেল, এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । সংবর্ধনা অনুষ্ঠানে আগত প্রবাসী ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহ শাখার প্রশংসা করে বলেন এই চমৎকার আয়োজন অব্যাহত রাখলে প্রবাসের মাটিতে ছেলে-মেয়েরা উৎসাহ পাবে।

কনস্যুলেটের উর্ধ্বতন কর্মকর্তা, সমিতির সদস্যবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement