২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অস্ট্রেলিয়ায় বাংলাদেশী তরুণীর ৪২ বছরের জেল

অস্ট্রেলিয়ায় বাংলাদেশী তরুণীর ৪২ বছরের জেল - সংগৃহীত

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণী মোমেনা সোমার ৪২ বছরে কারাদণ্ড হয়েছে৷ অভিযোগ রয়েছে, ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মেলবোর্নে আশ্রয়দাতাকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন তিনি৷

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট সুপ্রিম কোর্ট বুধবার সোমার এই দণ্ডাদেশ ঘোষণা করে৷ মামলার শুনানিতে অস্ট্রেলিয়া প্রবাসী মালয়েশীয় রজার সিনগারালেভুকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলার কথা স্বীকার করেছিলেন সোমা৷

রায়ে বিচারক লেসলি টেইলর জানান, ৪২ বছর সাজার মধ্যে ৩১ বছর ৬ মাসের মধ্যে কোনো ধরনের প্যারোল সুবিধা পাবেন না ২৬ বছর বয়সী সোমা৷ তার মানে, টানা ৩১ বছর ৬ মাস জেলেই থাকতে হবে তাকে৷

আদালতে সরকারি কৌঁসুলিরা জানান, ২০১৩ সালে ঢাকায় থাকার সময় প্রথম 'জঙ্গিবাদে' আকৃষ্ট হন সোমা৷ এরপর ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অমুসলিমদের হত্যার বিষয়টি আসে তার মাথায়৷

অস্ট্রেলিয়ায় আসার আগে আইএসের হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ায় যেতে চেয়েছিলেন সোমা৷ সে লক্ষ্যে পড়াশোনার নামে তুরস্কে যাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তিনি৷ এরপর লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বৃত্তি নিয়ে স্টুডেন্ট ভিসায় ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি মেলবোর্ন শহরে যান তিনি৷

মামলার শুনানিতে উঠে আসে, মেলবোর্নে এসে সোমা প্রথমে ‘হোমস্টে সার্ভিসের' মাধ্যমে একটি অস্ট্রেলীয় পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন এবং তাদের ওপর হামলার পরিকল্পনা করেন৷ ৩ ফেব্রুয়ারি হামলার জন্য নাইট গগলস কিনে আনেন তিনি এবং এর তিন দিন পর বাড়ির ম্যাট্রেসে ছুরি দিয়ে আঘাত করে হামলার মহড়া দেন তিনি৷

তখন ম্যাট্রেসে কাটাছেঁড়ার এমন কাণ্ডের কথা ওই পরিবারের সদস্যরা হোম সার্ভিসকে জানালে তারা সোমাকে সিনগারালেভুর বাসায় স্থানান্তর করে৷ নতুন বাসায় ওঠার তিন দিনের মাথায় তিনি সিনগারালেভুর উপর ছুরি নিয়ে হামলায় চালিয়েছিলেন৷ হামলার সময় সোমা ‘আল্লাহু আকবর' ধ্বনি দিয়েছিলেন বলে শুনানিতে জানা যায়৷

‘‘আপনার কর্মকাণ্ড ও বিভিন্ন কথাবার্তা চরম হতাশাজনক,'' সাজার রায় শুনিয়ে সোমাকে বলেছেন বিচারক লেসলি টেইলর৷

সোমার কীর্তি, পুরো অস্ট্রেলীয় সমাজে ভীতির তরঙ্গ ছড়িয়ে দিয়েছে' বলেও মন্তব্য করেন বিচারক৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল