ফুজিরা বাংলাদেশ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত
- আবুধাবি (ইউএই) থেকে সংবাদদাতা
- ৩১ মার্চ ২০১৯, ১৯:১০, আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১৯:১৫
যথাযোগ্য মর্যাদায় ফুজিরা বাংলাদেশ সমিতির উদ্যোগে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, জাতি আজ তার সুফল ভোগ করছে। এ ক্ষেত্রে সব প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সমিতি ফুজিরা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মাহাবুবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজিম চৌধুরী, সহ-সভাপতি বখতিয়ার ইসলাম চৌধুরী, সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুল হক, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক রতন কুমার বালা, হাজী ইয়াকুব, বেলাল হোসেন রানা, সুমন দাশ, আবুল কাশেম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ হানিফসহ আরো অনেকে। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে সকল বীর শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।