মালয়েশিয়ায় বেতন না দেয়ায় মালিককে খুন করল কর্মচারী
- আশরাফুল মামুন, মালয়েশিয়া
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৭
মালয়েশিয়ায় বেতন না দেয়ায় নিজ দোকানের মালিককে খুন করেছে এক কর্মচারী। তারা দু’জনই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সেকশন সাতের জালান ক্রিস্টাল এলাকায় এ ঘটনা ঘটে।
খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা।
এদিকে ঘটনার তদন্তে দুই নারীসহ পাঁচজন বাংলাদেশীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। তবে গ্রেফতারদের পরিচয় জানায়নি পুলিশ।
বিবৃতিতে মোহাম্মদ ইকবাল বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন সাতের জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তার স্বদেশী কর্মচারী। এ সময় দু’জনের মারামারি দূর থেকে অনেকে দেখলেও কেউ এগিয়ে আসেনি।
ঘটনাস্থলে উপস্থিত একধিক প্রত্যক্ষদর্শী জানায়, মুদি দোকানের ভেতরে রবিউল শেখ ও তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। একপর্যায়ে ওই কর্মচারী একটি গোশত কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করে। এ সময় রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। এ সময় হাসপাতালের চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।