২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মালয়েশিয়ায় বেতন না দেয়ায় মালিককে খুন করল কর্মচারী

- ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বেতন না দেয়ায় নিজ দোকানের মালিককে খুন করেছে এক কর্মচারী। তারা দু’জনই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সেকশন সাতের জালান ক্রিস্টাল এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা।

এদিকে ঘটনার তদন্তে দুই নারীসহ পাঁচজন বাংলাদেশীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। তবে গ্রেফতারদের পরিচয় জানায়নি পুলিশ।

বিবৃতিতে মোহাম্মদ ইকবাল বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন সাতের জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তার স্বদেশী কর্মচারী। এ সময় দু’জনের মারামারি দূর থেকে অনেকে দেখলেও কেউ এগিয়ে আসেনি।

ঘটনাস্থলে উপস্থিত একধিক প্রত্যক্ষদর্শী জানায়, মুদি দোকানের ভেতরে রবিউল শেখ ও তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। একপর্যায়ে ওই কর্মচারী একটি গোশত কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করে। এ সময় রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। এ সময় হাসপাতালের চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল