মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৮ অবৈধ অভিবাসী আটক
- আশরাফুল মামুন, মালয়েশিয়া
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রায় ৫৮ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ।
তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে তা বিস্তারিত জানায়নি মালয়েশিয়া অভিবাসন বিভাগ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশটির ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গরের পুচং সিটি সেন্টারে একটি ফুড কোর্ট প্রাঙ্গণে এক সমন্বিত অভিযান চালিয়ে ৫৮ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে।
আটকরা এই ফুড কোর্টটি মিয়ানমার ও বাংলাদেশের বিদেশীরা পরিচালনা করে তারা মেয়াদোত্তীর্ণ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস পিএলকেএস এবং ইউএনএইচসিআর শরণার্থী কার্ড অবৈধভাবে ব্যবহার করেছিল।
তাদের সকলকে ধারা-৪-এর অধীনে অপরাধ করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ৬ (১) (গ) ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫), ধারা। ১৫ (১) (গ) ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং রেজি. ৩৯ (খ) ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর ধারায় ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা