১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুলকে মালয়েশিয়ায় সংবর্ধনা

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা জানিয়েছে প্রবাসী বিএনপি সর্মথক ফোরাম মালয়েশিয়া।

সোমবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া প্রবাসী বিএনপির সমর্থক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রমজান হাসান বাবুলের সঞ্চালনায় উদ্বেধনী বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফোরামের সহ-সভাপতি নূর মোহাম্মদ, মালয়েশিয়া মহানগর যুবদলের আশরাফুল খন্দকার, আবুল বাশার ভূঁইয়া, মো: ইলিয়াছ মিয়া, শামিম আহমেদ বকুল, মো: ফারুকসহ প্রমুখ।

এ সময় মো: মান্নান, আলাউদ্দিন মোল্লা, নুর মোহাম্মদ, জালাল আহমেদ, মো: সানাউল্লাহ, কামাল হোসেন, মো: জুনা মিয়া, হানিফ মিয়া, ইমন সাইদ, নয়ন মিয়া, মো: দুলাল মিয়া ও সোহরাব হেসেনসহ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement