২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত

ড. মাজহারুল তালুকদার জুয়েল - ছবি : নয়া দিগন্ত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় মাজহারুল তালুকদার জুয়েল (৪৯) নামে এক বাংলাদেশী শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের বালি-গ্রিফিন ওয়ে মহাসড়কে ঘটনা ঘটে।

নিহত ড. মাজহারুল তালুকদার জুয়েল ইউনিভার্সিটি অফ ক্যানবেরার ফ্যাকাল্টি অব বিজনেসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলে জানা গেছে।

তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অবদানের জন্য পুরো অস্ট্রেলিয়া জুড়েই বাংলাদেশী অস্ট্রেলিয়ান কমিউনিটিতে পরিচিত ছিলেন।

জানা গেছে, অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয়, সামাজিক ও দাতব্য সংগঠন ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেলের (আইপিডিসি) সংগঠক হিসেবে ড. মাজহার দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখেছেন। এ ঘটনার দিন তিনি পরিবার নিয়ে ওই সংগঠনের একটি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ইয়াস রিজিওনে গিয়েছিলেন। পরে ক্যানবেরায় ফিরে যাওয়ার সময় মহাসড়কের নিউ সাউথ ওয়েলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে তার স্ত্রী ও দু’মেয়ে ছিলেন।

ড. মাজহারের পরিবারের সদস্যরা জানায়, ‘হাইওয়ের ওপর বিপরীত পাশের রাস্তায় বিপরীতমুখী অন্য একটি গাড়ি থেকে ভারী ও ধাতব একটি খণ্ড ছিটকে এসে তাদের গাড়ির সামনের আয়না ভেঙে মাজহারের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়িটি মহাসড়কের উপর থেমে গেলেও পরিবারের অন্য সদস্যরা আহত হননি। এ সময় জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।’

উল্লেখ্য, ড. মাজহারুল তালুকদার জুয়েল ছাত্রজীবন থেকেই উজ্জ্বল মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি সবসময় ইসলামি সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমমনা ছাত্র ও সামাজিক সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন।

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় কৃতিত্বের সাথে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষা শেষে তিনি জার্মানি, অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরে ১৬ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ক্যানবেরায় শিক্ষকতা করছিলেন। ড. মাজহারের গ্রামের বাড়ি ময়মনসিংহের চর হরিপুর এলাকায়।

অস্ট্রেলিয়ায় আইপিডিসির কর্মকাণ্ডে নেতৃস্থানীয় ও নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার মাধ্যমে ড. মাজহার বাংলাদেশী মুসলিম কমিউনিটির পাশাপাশি বৃহত্তর মুসলিম কমিউনিটির জন্যও স্বেচ্ছাসেবামূলক কাজ করতে সবসময় সচেষ্ট ছিলেন।

পরিচিতরা জানান, তিনি ব্যক্তিজীবনে সহজ সরল নিরহংকার, কর্মঠ এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি ইসলামিক স্কুল অফ ক্যানবেরার অন্যতম উদ্যোক্তা ও বোর্ড সেক্রেটারি এবং ক্যানবেরার বেলকনেন মসজিদ প্রজেক্টের সংগঠক হিসেবে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

ড. মাজহারের সহকর্মীরা তার রুহের মাগফেরাতের জন্য এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য সবার কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়া আইপিডিসির সকল সদস্যদের পক্ষ থেকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ড. মনিরুজ্জামান সবার কাছে দোয়া চেয়েছেন।


আরো সংবাদ



premium cement