দেশে ফিরেছে আরো ৭০ লেবানন প্রবাসী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৩
লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করে প্রবাসী বাংলাদেশীরা। এর মধ্যে ৭০ জনের সপ্তম গ্রুপটি রোববার (৩ নভেম্বর) বৈরুত রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে বিমানযোগে ঢাকা পৌঁছেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, তাদের বহনকারী বিমানটি রোববার সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে সোমবার রাত ১১টায় ঢাকা হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝপথে দুবাইতে যাত্রাবিরতি করে।
দূতাবাস সূত্রে জানা যায়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে। প্রাথমিকভাবে তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে বিজ্ঞপ্তি জারি করে।
উল্লেখ্য, লেবানন থেকে এ পর্যন্ত ৩৩৮ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছে। চতুর্থ দফায় ৩০ জন। ৫ম দফায় ৩৬ জন, ষষ্ঠ দফায় ৫২ জন এবং সপ্তম দফায় ৭০ জন দেশে ফিরেছে।
লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশী নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে প্রায় ১৮ শ' জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা