২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অধ্যক্ষ মুসলেহ উদ্দিন রহ: ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন

-

অধ্যক্ষ মাওলানা মুসলেহ উদ্দিন রহ: ছিলেন বিংশ শতাব্দীর আলেম সমাজের নৈতিক আদর্শবান ব্যক্তিত্বের মডেল। নিঃসন্দেহে মরহুমের কাছ থেকে অসংখ্য ছাত্রছাত্রী ইলমে দ্বীনের ক্ষেত্রে প্রকৃত শিক্ষা লাভ করতে পেরেছে। ব্যক্তিগত জীবনে এই নির্লোভ অহঙ্কারহীন ব্যক্তিত্ব সমকালীন আলেম সমাজের কাছে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন।
গত ১৫ ফেব্রুয়ারি অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দীনের স্মরণসভায় বক্তারা উপরি উক্ত কথা বলেন। চন্দনাইশ উপজেলাস্থ অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দীন রহ: ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে।
অধ্যাপক মাওলানা নুরুল আবছারের সভাপতিত্বে ও কাজী মুহাম্মদ আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক উপস্থিত ছিলেন দরবারে গারাংগিয়া আলিয়ার সাজ্জাদানশিন আল্লামা মাওলানা আনোয়ারুল হক সিদ্দিকী। প্রধান অতিথি উপস্থিত ছিলেন ধর্মপুর দরবারের বর্তমান সাজ্জাদানশিন আবদুস শাকুর রায়হান আজিজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি হারুন উর রশিদ, শাহচান্দ আউলিয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আল্লামা শহিদুল হক হোসাইনী, ছোবহানিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস ড: আল্লামা মতিউল ইসলাম, পটিয়ার সাইদার মাদরাসার সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান নিজামী, আহমদিয়া করিমিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আবদুর রহিম, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ ওসমান গনি, মাওলানা আবু সৈয়দ নেজামী, মাওলানা মঈনুদ্দিন, ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ খতিবী, জোয়ারা মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা ওবায়দুল করিম, অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম আনছারী, মাওলানা মাজহার হেলাল, শাহজাদা অধ্যাপক মো: শাহ জাহান, টি কে গ্রুপের জি এম তৌহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ করপোরেট শাখার ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, আন্দরকিল্লা শাখার ভাইস প্রেসিডেন্ট আবু নাসের, শাখা অপারেশন ম্যানেজার ইবনে গোফরান খান, আমানত সফা ও বদরুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাইরুজ্জামান, অধ্যাপক তকী উদ্দিন, অধ্যাপক রমিজ উদ্দিন সাতগাছিয়া দরবারের সাজ্জাদানশিন মোস্তাক বিল্লাহ, কামাল ইশকে মোস্তফা মাদরাসার অধ্যক্ষ তোয়াহা মোহাম্মদ মুদ্দাসসির, ছাত্রনেতা আমিনুল ইসলাম রুবেল, আবদুল মুবিন প্রমুখ। অনুষ্ঠান শেষে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।


আরো সংবাদ



premium cement
নির্বাচনে আওয়ামী অধিকার সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি

সকল