চট্টগ্রাম বন্দরের রাজস্ব দিয়ে দেশ বাঁচলেও চট্টগ্রামকে বাঁচাবে কে - ডা: শাহাদাত হোসেন
- চট্টগ্রাম ব্যুরো
- ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের রাজস্ব দিয়ে দেশ বাঁচলেও চট্টগ্রামকে কে বাঁচাবে? চট্টগ্রাম বন্দরের রাজস্ব দিয়ে সারা দেশের উন্নয়ন হয়। কিন্তু বন্দরের পোর্ট কানেকটিং রোডের উন্নয়ন হয় না। দীর্ঘ চার-পাঁচ বছর ধরেই এই রোডের বেহাল দশায় সাধারণ জনগণের ভোগান্তির সীমা নেই। রাস্তাঘাট সংস্কার না হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী।
তিনি গত সোমবার কারাবন্দী নেতাদের দেখতে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গার নিমতলা এলাকায় গেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এ ছাড়া তিনি কারাবন্দী বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের জামিন প্রক্রিয়ার বিষয়ে আইনগত সহায়তার আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক শামসুল আলম, বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, নগর বিএনপির সহবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শাহীন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফ মেহেদী, বিএনপি নেতা মো: হারুন, এম এ সবুর, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সেলিম, নাসির মোহাম্মদ, আক্তার সৈয়দ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির রাসেল, সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুন, ফারুক আহমেদ প্রমুখ।