০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

চট্টগ্রামে ছাত্রদলের মতবিনিময় সভা

-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি গঠন করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক গঠিত চট্টগ্রাম বিভাগীয় টিমের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কে এম এস মুসাব্বির শাফি, বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ বি এম মাহমুদ আলম সর্দার, সহসাধারণ সম্পাদক মাঈন উদ্দিন নিলয়, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন মোহাম্মদ শহীদ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির, মহানগর ছাত্রদলের সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, সি: যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমেই দেশের হারানো গণতন্ত্র ও লুণ্ঠিত ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনকে আরো বেগবান করা সম্ভব। জাতীয়তাবাদী ছাত্রদলকেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিনা গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। আন্দোলনকে গতিশীল করার জন্য প্রয়োজন গতিশীল নেতৃত্ব। তাই জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এখানে এসেছি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ার শপথ নিয়ে আমাদের রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল