২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বসুন্ধরায় শিশুরাজ্য টগি ওয়ার্ল্ড

-

অসংখ্য শিশু-কিশোরের প্রাণোচ্ছল উপস্থিতি, আনন্দমুখর উচ্ছ্বাস। কেউ চেপে বসছে ঘোড়ার পিঠে, কেউ নাগরদোলায়, কেউ বাম্পার কারে। আনন্দের নানা রাইড ও খেলার সরঞ্জাম চারদিকে। শিশুদের নির্মল আনন্দে মেতে উঠেছে রাজধানীর বৃহত্তম ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ড। সব কিছু মিলিয়ে বসুন্ধরা সিটি শপিংমলের আট তলায় উঠতেই দেখা গেল ভিন্ন এক শিশুরাজ্য। বসুন্ধরা সিটির লেভেল ৮ ও ৯-এ প্রায় ৩৭ হাজার বর্গফুট আয়তনের দুটি বিশাল ফ্লোর নিয়ে সাজানো টগি ওয়ার্ল্ড পার্ক।
টগি ওয়ার্ল্ডের ম্যানেজার (অপারেশনস) মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, ঢাকা শহরে চার দেয়ালে বন্দী জীবন আর মাঠবিহীন বিদ্যালয়ে লেখাপড়া করা শিশুদের একটুখানি আনন্দ উপভোগের সুযোগ দিতেই এই থিম পার্কের প্রতিষ্ঠা। থাইল্যান্ডের একটি বিখ্যাত পার্কের আদলে এই থিম পার্কের যাত্রা শুরু। আমরা শিশুদের নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেই। তাদের নিরাপদ বিনোদন ও হাসিখুশির দিকে মনোযোগ দেই। আধুনিক ও বৈচিত্র্যপূর্ণ এ পার্কটি সত্যিই অন্যরকম। এখানে রয়েছে জাইরোস্কোপ, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেনসহ মোট ১৫টি আকর্ষণীয় রাইড, ৪৩টি গেমস এবং কিডস ও ভিআইপি বোলিং। এ ছাড়া আছে ৫০টি শিশু-কিশোর ধারণক্ষমতার একটি পার্টি রুম, যেখানে জন্মদিনের পার্টিসহ নানা অনুষ্ঠান আয়োজন করা যায়।
পার্কে শিশুদের জন্য চালু হয়েছে কিডস বোলিং। দেশের আর কোনো ইনডোর পার্কে তা নেই। বড়দের জন্য রয়েছে ভিআইপি বোলিং। আর শিশুদের পার্টি মানে শুধু খাওয়া-দাওয়া নয়, সারা দিনই বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগের সুযোগ রয়েছে। ছোট শিশুদের জন্য রয়েছে সফট প্লে জোন, যা তাদের মানসিক বিকাশে সহায়তা করবে। চার বা তার কম বয়সী শিশুদের জন্য রয়েছে টডলার প্লে জোন। বড়দের জন্যও রয়েছে বিভিন্ন রাইড। এ ছাড়া পার্কে রয়েছে ইন্দোনেশিয়ার বিখ্যাত কাবাব চেইন বাবা রাফির আউটলেট।
পার্কে প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। রবি থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ।

 


আরো সংবাদ



premium cement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান

সকল