২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডিসেম্বর পর্যন্ত সড়কে খোঁড়াখুঁঁড়ি বন্ধ

-

সড়কে চলাচলের দুর্ভোগ কমাতে আগামী ডিসেম্বর পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁঁড়ি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত বুধবার নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ১১তম সভা থেকে এ নির্দেশনা দেয়া হয়।
যানজট নিরসনে গাজীপুরের জয়দেবপুর থেকে কেরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত বাসের জন্য পৃথক লেন (বিআরটি-৩) নির্মাণের কাজ চলছে। এ নির্মাণকাজের খোঁড়াখুঁঁড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর অংশে দুর্ভোগ হচ্ছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালে বিআরটি-৩ প্রকল্পের শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে ২১ দশমিক ৭৭ ভাগ। পিছিয়ে পড়া এ প্রকল্পে খোঁড়াখুঁঁড়ি ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রকল্পের মেয়াদও ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সামনে নির্বাচন। সব দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাবেন। সাংবাদিকেরা যাবেন। ঢাকায় আসা-যাওয়ার গেটওয়ে গাজীপুর। এ রাস্তায় দুর্ভোগ এড়াতে খোঁড়াখুঁঁড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গাজীপুরে বিআরটির নামে রাস্তা বন্ধ করে খোঁড়াখুঁঁড়ি সমর্থন করি না। রাস্তা খোঁড়াখুঁঁড়ি বন্ধ থাকলেও প্রকল্পের অন্য কাজ চলবে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী।
মন্ত্রী বলেন, দুর্ঘটনা রোধ করতে হলে কিছু দুর্ভোগ হবে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের ছাড় দেয়া হবে না। তিনি জানান, তার গাড়ি আইন ভঙ্গ করলেও যেন মামলা দেয়া হয়। জরিমানা করা হয়। রাজউক থেকে ঢাকার পূর্বাচল উপশহর প্রকল্পে বাস ডিপো করতে ডিটিসির নামে সাত একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। গত জানুয়ারিতে ডিটিসির সর্বশেষ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল ঢাকার বাস চলাচলে বিশৃঙ্খলা বন্ধে রাজধানীতে ‘বাস রুট রেশনালাইজেশন (বাস নেট)’ করা হবে। এ পদ্ধতিতে ঢাকায় রুটের সংখ্যা ২৭৯ থেকে কমিয়ে ছয়ে নামিয়ে আনা হবে। দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে কমিটি গঠন করা ছাড়া আট মাসে এ প্রকল্পের অন্য কোনো অগ্রগতি নেই। এদিন সভায় সিদ্ধান্ত হয়, কমিটির সুপারিশ অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। হ

 


আরো সংবাদ



premium cement