টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করা যাবে না!
- ৩১ জুলাই ২০১৮, ০০:০০
ঈদে যাত্রীদের ট্রেনযাত্রা নির্বিঘœ করতে সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ। এটা নিশ্চিত করতে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে প্রতি সপ্তাহে। এ ছাড়া এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া কোনো যাত্রীদের কমলাপুর স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা, টিকিট কালোবাজারি প্রতিরোধে স্টেশনে থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এবং আনসার বাহিনী।
সিতাংশু চক্রবর্তী আরো বলেন, আসন্ন ঈদুল আজহায় আশা করি, যথাসময়ে সব ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। কমলাপুর এলাকায় কোনো টিকিট কালোবাজারে বিক্রি হবে না। এবারো ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে। ঈদের দিন ছাড়া প্রতিদিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। একই সঙ্গে ঈদযাত্রা ও ফিরতি যাত্রা উপলক্ষে সব কর্মচারীর ছুটি থাকবে। এবার মোট কত টিকিট বিক্রি হতে পারে সে বিষয়ে এখনো নিশ্চিত নয়। তবে এটি শিগগিরই জানানো হবে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ আগস্ট বুধবার ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা। ঈদুল আজহায় ঈদে বাড়ি গমন ইচ্ছুক যাত্রীদের জন্য ৮ থেকে ১২ আগস্ট টিকিট বিক্রি করা হবে ১৭ থেকে ২১ আগস্টের। আর ঈদ উদযাপনের পর বাড়ি থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ২৪ থেকে ২৮ আগস্টের টিকিট বিক্রি করা হবে ১৫ থেকে ১৯ আগস্ট।