নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ
- ১২ জুন ২০১৮, ০০:০০
প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। আগাম টিকিট কিনে তাদের কেউ যাচ্ছেন বাসে, আবার কেউবা ট্রেনে। উত্তরবঙ্গগামী বাসচালকেরা জানিয়েছেন, সড়ক-পথ চলাচল উপযোগী থাকায় যানজটের বিড়ম্বনায় পড়তে হচ্ছে না তাদের।
বছর ঘুরে আবারো সেই চিরচেনা রূপ রাজধানীর বাস কাউন্টারগুলোতে। ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটে বাড়ি ফিরছে রাজধানীবাসী। ঈদের আগের কষ্ট আর ভোগান্তি থেকে রেহাই দিতে পরিবারের নারী ও শিশুদের আগেভাগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন অনেকেই।
বাসে ভিড় বাড়বে ঈদের তিন দিন আগে। ঝক্কি ঝামেলা থেকে মুক্তি পেতে ট্রেনে চড়ে আগেই বাড়ির পথে পাড়ি জমাচ্ছেন কেউ কেউ।
গতকাল সকালে কমলাপুর থেকে খুলনাগামী যাত্রী মাহবুব আলম বলেন, অনেক সংগ্রামের পর ট্রেনের টিকিট পেয়েছি, ভাবছিলাম হয়তো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে। তবে সব শঙ্কা দূর হয়েছে, সঠিক সময়েই খুলনার উদ্দেশে ছেড়ে যাচ্ছি। অপর এক যাত্রী বলেন, প্রতিবারই ট্রেন দেরিতে স্টেশন ছাড়ে। এবার ব্যতিক্রম দেখছি। ট্রেনের সার্ভিস এভাবে ভালো হলে ট্রেনই সবার একমাত্র বাহন হবে।
ঢাকা রেলওয়ে থানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন থেকেই ভিড় চোখে পড়েছে। তবে যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কাবস্থায় রয়েছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠতে দেয়া হয়নি।