নারীদের নতুন বাস দোলনচাঁপা
- ০৫ জুন ২০১৮, ০০:০০
রাজধানীতে নারীদের জন্য চালু করা হয়েছে এসি বাস সার্ভিস দোলনচাঁপা। গত শনিবার শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। এ নিয়ে ৩৬ আসন বিশিষ্ট প্রতীকীভাবে দুটি বাস চালু করা হল। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে। দোলনচাঁপাবাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা রয়েছে। ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরও আটটি বাস সার্ভিস চালু করা হবে। ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।