২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টারকে হারালেন ফিদে মাস্টার নীড় 

ফিদে মাস্টার মনন রেজা নীড় - ফাইল ছবি

দাবা অলিম্পিয়াড শেষে নর্ম অর্জন ও রেটিং বৃদ্ধির প্রত্যাশায় হাঙ্গেরির বুদাপেস্টে টুর্নামেন্ট খেলছেন কয়েকজন দাবাড়ু। ‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স ২০২৪’-এর গ্র্যান্ডমাস্টারস দাবা ‘এ’তে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড় চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার প্লাট ভয়টেককে পরাজিত করেছেন।
দ্বিতীয় রাউন্ডে ফিদে মাস্টার নীড় সাদা ঘুঁটি নিয়ে খেলে ৫৪ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার ভয়টেকের বিপক্ষে জয়ী হন। গতকাল (সোমবার) থেকে এই প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। ফিদে মাস্টার মনন রেজা নীড় গতকাল প্রথম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার কৃষ্ণান হৃদভিকের সাথে ড্র করেন।

গ্র্যান্ডমাস্টারস দাবা ‘সি’-তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুই খেলায় দেড় পয়েন্ট অর্জন করেন। তিনি আজ দ্বিতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার ফিদে মাস্টার সুসিলোদিনাতা এন্ডরিয়েনকে পরাজিত করেন এবং গতকাল প্রথম রাউন্ডে ড্র করেন কিরগিজস্তানের ফিদে মাস্টার মামাতোভ মিলিসের সাথে। আন্তর্জাতিক মাস্টারস দাবা ‘এ’-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দুই খেলায় আধা পয়েন্ট পেয়েছেন। অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে দুই খেলার পূর্ণ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। এই ইভেন্টে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দুই খেলায় আধা পয়েন্ট পেয়েছেন।
গত টুর্নামেন্টে ওয়াদিফা মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। মনন রেজা নীড় বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় দাবাড়ু। আন্তর্জাতিক মাস্টার হতে তার আর একটি নর্ম প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি অলিম্পিয়াড পরবর্তী তিনটি টুর্নামেন্ট খেলছেন। এ ছাড়া ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্ম, তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য হাঙ্গেরিতে খেলছেন।


আরো সংবাদ



premium cement