২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে ওষুধের মূল্য কমানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তার প্রশাসন বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রে তৈরী ওষুধের দাম সর্বনিম্ন করার নির্বাহী আদেশ জারি করার বিষয়ে কাজ করে যাচ্ছে। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের সাউথ লন থেকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেশের জনগণকে কিভাবে সবচেয়ে কম দামে ওষুধ দেয়া যায় সেটা নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করার বিষয়ে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন বছরের পর বছর ধরে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের ওষুধের জন্য আমাদের চেয়ে অনেক কম ব্যয় করতে হচ্ছে। এক্ষেত্রে কোন কোন দেশের ব্যয় আমাদের চেয়ে শতকরা ৬০ ভাগ থেকে ৭০ ভাগ পর্যন্ত কম।’

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে এ সুবিধা নেয়ার জন্য ওষুধ কোম্পানিগুলোকে দোষারোপ করেন। যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রায় প্রতিটি ওষুধের দাম প্রতিবেশি দেশ কানাডা ও মেক্সিকোর পাশাপাশি ইউরোপের দেশগুলোর চেয়ে বেশি।

ট্রাম্প বলেন, ‘কানাডার মতো বিশ্বের আরো অনেক দেশ আমাদের চেয়ে কম দামে ওষুধ বিক্রি করতে পারলে আমরা কেন পারবো না? প্রেসিডেন্ট ঘোষণা দেন যে তিনি ‘নির্বাহী আদেশ জারি করে’ ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করবেন।

এদিকে এ মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে টেলিভিশনে বাণিজ্যিক প্রচারণাকালে ওষুধ কোম্পানিগুলোকে তাদের উৎপাদিত ওষুধের মূল্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের

সকল