২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের জানাজায় হাজারও মানুষের ঢল

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের জানাজায় হাজারও মানুষের ঢল - ছবি: নয়া দিগন্ত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুকড়াপশী গ্রামের মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারও মানুষের ঢল নামে।

জানাজায় ইমামতি করেন জামালগঞ্জের বিশিষ্ট আলেম মুফতি মাও: ইলিয়াছ আহম্মদ রাসেল। এ সময় এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে পাকনা হাওরের জলমহাল পরিদর্শন করে ওই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ তার বুকে ব্যথা অনুভব হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন গভীর রাতে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেটে স্থানাস্তর করেন। পরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসক জানান হার্ট, লিভারসহ নানা ধরনের জটিলতায় ভুগছিলেন তিনি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে তিনি রবিবার সকাল সাড়ে দশটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইউসুফ আল আজাদ ১৯৪৭ সালের ৬ জুন জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কালীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাচনা বাজারের মরহুম আব্দুর রহমান তালুকদার ও মরহুম চন্দ্রবান বেগমের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন। ১৯৭৪ সালে প্রথমবারের মতো জামালগঞ্জ ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হযেছিলেন। তিনি পর পর আটবার উপজেলা ও ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জামালগঞ্জের মাটি-মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

জানাজায় অংশ নেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদ শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আ’লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সাবেক পিপি খায়রুল কবীর রুমেন, জামালগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারী, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জেলাক্রীড়া সংস্থারসাধারণ সম্পাদক দেওয়ার ইমদাদ রেজা চৌধুরী, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজুর রহমান চৌধুরী ও বর্তমান সভাপতি নূরুল হক আফিন্দী, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদ এম. নবী হোসেন, শাহরিয়ার চৌধুরী বিপ্লব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement