২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

২৫ হাজার বেওয়ারিশ লাশ দাফন-সৎকার করে পদ্মশ্রী পাচ্ছেন ৮২ বছরের শরিফ চাচা

মোহাহম্মদ শরিফ - ছবি : সংগৃহীত

২৫ বছরের বেশি সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের লাশ সৎকার করেছেন তিনি। অন্তত ২৫ হাজার মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার হাতে। নিরলস এই সেবার জন্যেই এবার ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন ৮২ বছর বয়সী মোহাম্মদ শরিফ।

উত্তরপ্রদেশের ফৈজাবাদের পরিচিত মুখ শরিফ। সকলেরই তিনি শরিফ চাচা। পেশায় সাইকেল মেকানিক। কিন্তু নেশা সৎকারের। ১৯৯২ সালে ২৫ বছরের তরতাজা ছেলে মারা যাওয়া পরে এই কাজ শুরু করেন মোহাম্মদ শরিফ। এখন সেই কাজ চলছে।

এক সর্বভারতীয় গণমাধ্যমকে শরিফ বলেন, ‘‘২৭ বছর আগে আমার ছেলে মোহাম্মদ রইস খান নিখোঁজ হয়। ও সুলতানপুরে গিয়েছিল কেমিস্টের চাকরি নিয়ে। এক মাস পরে ওর পচাগলা লাশ উদ্ধার হয়। খুন করা হয়েছিল ওকে। ওর লাশটা দেখে স্থির করি, কোনো মানুষকে মৃত্যুর পরে এ ভাবে এই অসম্মানিত হতে দেব না।

হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই মোহাম্মদ শরিফের মনে। তিনি নিজেই বলছেন, ‘‘নিজে হাতে অন্তত ৩০০০ হিন্দুকে দাহ করেছি নিয়ম মেনে।’’ পুলিশ স্টেশন হাসপাতাল সর্বত্র অবাধ যাতায়াত শরিফের। মৃত্যুর ৭২ ঘণ্টা পরে সেই লাশ দাবি করতে কেউ না এলেই ডাক পড়ে শরিফের। তিনি এসে লাশগুলো নিয়ে যান যথাস্থানে।

একটি লাশ কবর দেয়ার খরচ ৫০০০ রুপি। দাহ করতেও লাগে অন্তত ৩৫০০ রুপ। সেই টাকা জোগাড় হয় কী ভাবে? শরিফ জানাচ্ছেন, কবরস্থানে হোক বা শ্মশানে , অজস্র বন্ধু রয়েছে তার। কেউ তার থেকে টাকা তো চাননি না উপরন্তু সাহায্য করেন নানাভাবে।

শুধু মৃত মানুষের অন্ত্যেষ্টি নয়, জীবন বাঁচানোর রেকর্ডও রয়েছে শরিফের। ফৈজাবাদ-লখনউয়ে একটি জিপ উল্টে একই পরিবারের কয়েকজন মারা যায় দিন কয়েক আগে। একমাত্র জীবিত সদস্যকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন শরিফ। এই অনন্য মানবিকতারই পুরস্কার পাচ্ছেন শরিফ। খুশি তার আত্মীয় বন্ধুরা। মৃত ছেলের মুখ মনে করে শরিফের চোখে পানি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান

সকল