বোমাতঙ্কে মাঝ আকাশ থেকে নামল বিমান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২০, ১৫:১১
বোমা নিয়ে বিমানে উঠেছেন এক মহিলা যাত্রী, এমন খবর জানাজানি হতেই বাকি যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝ আকাশ থেকে ফের বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার এশিয়ার একটি বিমান। ভারতের কলকাতা থেকে মুম্বাই যাচ্ছিল বিমানটি।
জানা গেছে, কলকাতা বিমানবন্দর থেকে উড়ার কিছুক্ষণ পরেই মোহিনী মন্ডল নামের বছর পঁচিশের যুবতী এক বিমানকর্মীকে এক টুকরো কাগজ বিমানচালককে পৌঁছে দিতে বলে। সেই কাগজে লেখা ছিল, তার শরীরের সঙ্গে বোমা বাঁধা আছে। যেকোনো সময়ে সেটি ফাটিয়ে উড়িয়ে দিতে পারে। এই হুমকি পাওয়ার পরেই জরুরি অবতরণ করেন পাইলট। বিমান মাটি ছুঁতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
গত শনিবার রাত ৯.৫৭ মিনিটে প্লেনটি বিমানবন্দর ছাড়ে। বোমাতঙ্কে এক ঘণ্টা পরেই ফের কলকাতার মাটি ছোঁয় এটি। জরুরি অবস্থা ঘোষণা করে এরপরেই বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ফাঁকা জায়গায়। সমস্ত বিমানযাত্রীর হেফাজত নেয় সিআইএসএফ সৈন্যরা। চিরুনি অভিযান চালানো হয় বিমানের ভেতর।
যদিও বিমানের ভ্তর থেকে কিছুই পাওয়া যায়নি। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত এই ধরনের হুমকি দিয়েছিল কিনা খতিয়ে দেখছে প্রশাসন। এনডিটিভি।