২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

শিক্ষিকার ‘নাগিন ড্যান্স’ ভাইরাল! শিক্ষকদের নিয়ে নেচেকুঁদে মস্তি (ভিডিও)

- ছবি : সংগৃহীত

তারা গিয়েছিলেন বিশেষ প্রক্ষিক্ষণ নিতে। টানা ট্রেনিং নিতে নিতে বোধহয় ক্লান্ত হয়ে গেছিলেন। তাই বিনোদনের ব্যবস্থা খুঁজে নিয়েছিলেন নিজেরাই। প্রশিক্ষণের মাঝে ব্রেক পেতেই গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে রুমাল দিয়ে সাপের বীণ বাজাতে শুরু করেন শিক্ষকেরা। আর তালে তালে দুলছিলেন এক শিক্ষিকা। তার নাগিন নাচ দেখে উত্তেজিত বাকি শিক্ষকরাও।

তারা রীতিমতো উৎসাহ দিচ্ছেন শিক্ষিকাকে। কোন ফাঁকে সেই নাচ ভিডিও হয়ে ইন্টারনেটে আসতেই ভাইরাল। অনলাইনে হু-হু করে ছড়িয়ে পড়ে শিক্ষিকার নাচ। স্কুলের সম্মান রাখতে আর দেরি না করে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয় ভারতের রাজস্থানের জালোরের সরকারি স্কুলের ওই শিক্ষিকাকে। আর যে দুই শিক্ষক কল্পিত বীণ বাজাচ্ছিলেন? তাদের শোকজ চিঠি দেওয়া হয়েছে বলে খবর।

স্কুল কর্তৃপক্ষ এবিষয়ে বলেন, এই অপকর্মের জন্য দায়ী তিন শিক্ষক। যিনি আয়োজন করেছেন এসবের। তাকে বরখাস্ত করা হয়েছে। যে দুই শিক্ষক বীণ বাজিয়ে সহযোগীতা করেছেন তাদের শোকজ চিঠি পাঠানো হয়েছে। শুধু প্রশিক্ষণের সময়েই নয়, বিদ্যালয়ের নিয়ম মেনে কোনও শিক্ষকের এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। তাই যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

জালোরের জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে অশোক রোসোয়াল তুলনায় নরম সুরে বলেছেন, শিক্ষকেরা বিনোদনমূক অনুষ্ঠানে অংশ নিতেই পারেন। কিন্তু প্রশিক্ষণ চলাকালীন এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না।

পাশাপাশি কিছু শিক্ষক স্কুল কর্তৃপক্ষের এই আচরণের তীব্র নিন্দা করেছএন। তাদের যুক্তি, প্রশিক্ষণের ফাঁকে সহকর্মীর সঙ্গে হইচই বা আনন্দ করে কাটাতে পারেন না শিক্ষকেরা? একে কেন এত অশ্লীল ভাবে দেখা হচ্ছে, তাদের জানা নেই। এনডিটিভি।


আরো সংবাদ



premium cement