কাশ্মিরে তিন বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ নভেম্বর ২০১৯, ১৩:০৫
কাশ্মিরে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করেছ ভারত সরকার। এনডিটিভির খবরে বলা হয়েছে, যৌথ সন্ত্রাসবিরোধৗ অভিযানে অংশ নেবে এসব বাহিনী।
প্রতিরক্ষা বিভাগের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবগঠিত ‘সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান বিভাগের’ অধীনে সেনাবাহিনীর প্যারা (স্পেশাল ফোর্সেস), নৌবাহিনীর মেরিন কমান্ডোস (মারকোস) ও বিমানবাহিনীর গার্ডস নামের তিন বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
শ্রীনগরের কাছে সন্ত্রাসীদের আখড়া বলে পরিচিত এমন এলাকায় এরই মধ্যে তিন বাহিনীর সমন্বয়ে আর্মি প্যারা (এসএফ)-এর সদস্যরা কাজ শুরু করে দিয়েছে। আর খুব তাড়াতাড়িই পূর্ণোদ্যমে নামানো হবে মারকোস এবং গার্ডসদের।
ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়, যদিও কাশ্মির উপত্যকায় নৌবাহিনীর মারকোস এবং বিমানবাহিনীর গার্ডসের ছোট ছোট দল এরই মধ্যে অভিযান পরিচালনা করছে, তবে এবারই প্রথম এই তিনটি স্পেশাল সার্ভিসকে যৌথভাবে মোতায়েন করা হচ্ছে। উলকার লেক এলাকায় মোতায়েন করা হচ্ছে মারকোস। লোলাব এলাকা ও হাজিন এলাকায় অপারেশনে নামানো হয়েছে গার্ডসকে।