০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

আগুন পোহাতে গিয়ে দগ্ধ প্রসূতির মৃত্যু

-

খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক প্রসূতি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। তার নাম নমিতা রানী দাস।

এ নিয়ে এই হাসপাতালে এ ধরনের ১৩ জন দগ্ধ নারী-পুরুষ মারা গেলেন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্রে জানা গেছে, গত আড়াই মাসে আগুনে দগ্ধ হয়ে ১১৫ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভর্তি হন। এর মধ্যে রোববার সকাল পৌনে ৮টায় মারা যান নমিতা রানী দাস নামের ওই প্রসূতি। তিনি রংপুর মহানগরীর চব্বিশ হাজারী দীপক কুমার রায়ের স্ত্রী। গত ২৮ জানুয়ারি সকালে গর্ভবতী ওই নারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার একটি সন্তান জন্ম হয়। একদিন পর সেই সন্তানটিও মারা যায়।

এখনও এই হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন ৩৩ জন। নয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৬০ জন।

হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র রার্স বনিতা রানি রায় জানান, দগ্ধ হওয়ার কারণে নমিতা রানী রায়ের শরীরের ৪০ ভাগ অংশ পুড়ে গিয়েছিল। ১৩ দিন ধরে তার চিকিৎসা চলছিল। রোববার সকালে তিনি মারা গেছেন।


আরো সংবাদ



premium cement
রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিমের দলীয় সকল পদ স্থগিত সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ সমন্বয়ক হাসনাতের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আন্দোলনে আহতরা বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে আরব কূটনীতিকদের যৌথ বিবৃতি আখেরি মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা মাউশি ও নায়েমের ডিজি নিয়োগ নিয়ে তুলকালাম সংস্কার আলাপ দীর্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে : তারেক রহমান ১৯ আজিমপুর বাড়িটি ভাষা আন্দোলনের সূতিকাগার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্বের আজ আলোচনা শুরু আ’লীগ আমলের ৩০০ কোটি টাকার কাজ বাতিল হচ্ছে

সকল