গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা : পিবিআইয়ের চার্জশিটের বিরুদ্ধে নারাজি
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দেয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হয়েছে। পিটিশন গ্রহণ করে আগামী ৪ নভেম্বর শুনানীর দিন ধার্য করেছেন বিচারক।
বুধবার দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পার্থ ভদ্র এ আদেশ দেন। মামলার বাদী থমাস হেমব্রমের পক্ষে নারাজি পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার জেড আই খাঁন পান্না। তিনি বলেন, পিবিআই’র দাখিল করা চার্জশিটে মনগড়া, পক্ষপাতমূলক এবং সর্বোপরি ঘটনাকে আড়াল করা হয়েছে। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্বেও এজাহার নামীয় মূল আসামিসহ জড়িত কয়েকজন পুলিশ কর্মকর্তা ও রংপুর সুগার মিলের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের চার্জশীটে নাম বাদ রেখে তাদেরকে রক্ষার চেষ্টা করা হয়েছে। এছাড়া চার্জশিটে বাদী পক্ষের লোকজনের নাম এবং জড়িত নয় এমন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মনগড়া ও মিথ্যা চার্জশীটের দাখিলের কারণে মামলার বাদীসহ ভুক্তভোগীরা অপূরণীয় ক্ষতি এবং ক্ষুব্ধ হয়েছেন। তাই মামলাটি পুন:তদন্ত সাপেক্ষে জড়িত আসামিদের অন্তর্ভুক্তির দাবী জানিয়ে এই পিটিশন দাখিল করা হয়েছে। পিটিশনে আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ ও যু্ক্তি উপস্থাপন করে বিচার বিভাগীয় পুন:তদন্তও চাওয়া হয়েছে বলে তিনি জানান ।
এদিকে, আদালতে নারাজি পিটিশন দাখিলের পর গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন সাঁওতালরা। সেখানে চার্জশিটে প্রকৃত আসামিদের অন্তর্ভুক্ত করে জড়িতদের বিচারসহ তাদের বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গত ২৮ জুলাই গোবিন্দগঞ্জ জুডিশিয়াল আদালতে ৯০ জনকে অভিযুক্ত করে পিবিআই’র গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হাই সরকার চার্জশিট দাখিল করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা