২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাবেক সামরিক কর্মকর্তাদের এরশাদের কবর জিয়ারত

- নয়া দিগন্ত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। শনিবার সকালে পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত করেন তারা।

অবসরপ্রাপ্ত আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেলার এসোসিয়েশনের ব্যানারে সাবেক সামরিক কর্মকর্তারা এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি কর্ণেল (অব.) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, নির্বাহী সদস্য মেজর (অব.) একেএম মুসা, জেনারেল ম্যানেজার লে. কর্ণেল (অব.) একেএম আনজামুল হকসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাজধানীর সিএমইচ-এ মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ। পরে গত ১৬ জুলাই তার ওছিয়তকৃত রংপুরের পল্লীনিবাসের লিচুবাগান তলায় তাকে সমাহিত করা হয়।


আরো সংবাদ



premium cement