পাবনায় ‘চরমপন্থী’ দলের নেতাকে গুলি করে হত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০১৯, ১৫:৪২
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ছাইথুপির চর গ্রামে ‘চরমপন্থী’ দলের এক আঞ্চলিক নেতাকে মঙ্গলবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আতিয়ার সরদার (২৮) বেড়া উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। চরমপন্থী দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সাত্তারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, স্থানীয় বাজারের একটি দোকান থেকে আতিয়ারকে সর্বহারা দলের প্রতিপক্ষের সদস্যরা ডেকে নিয়ে বাজারের পেছনে নিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে সাত্তারের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা গৌতম। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা