বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
- বগুড়া অফিস
- ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪
বগুড়ার শেরপুর উপজেলার বথুয়াবাড়িতে ট্রাকের ছাদ থেকে পড়ে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ট্রাক চালকের সহকারীর নাম আমিরুল ইসলাম (৩৫)। তিনি শেরপুর উপজেলার রনবীরবালার রাকিব উদ্দিনের পুত্র। শুক্রবার সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, শুক্রবার সকাল ১১টায় শেরপুর উপজেলা থেকে ধুনট উপজেলার খানপুরে ইট বোঝাই একটি মিনি ট্রাক যাচ্ছিল। এসময় বথুয়াবাড়িতে ট্রাকের চাকা ফেটে গিয়ে রাস্তার পাশে নেমে যায়। এসময় ট্রাকের ছাদ থেকে হেলপার আমিরুল ইসলাম (৩৫) পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। হেলপার আমিরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা