২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ । - ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার জামিন আবেদন খারিজ হওয়ার পর বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ধোলাইখাল গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement