২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

পিলখানা ট্রাজেডি নিয়ে বিএনপি মিথ্যার বেসা‌তি কর‌ছে : ওবায়দুল কাদের

বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের - ছবি : নয়া দিগন্ত

পিলখানা ট্রাজেডি নিয়ে বিএনপি মিথ্যার বেসা‌তি কর‌ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারির পিলখানা ট্রাজেডি নিয়ে বিএনপি এখনো মিথ্যার বেসা‌তি কর‌ছে। বিএনপি'র সেক্রেটারি জেনারেল বলেছেন তারা ক্ষমতায় গেলে পিলখানা ট্রাজেডির বিচার করবে। আমি বলতে চাই এতো লোকের বিচার, এতো দ্রুত বিচার বিশ্বের বুকে নজিরবিহীন ঘটনা, যা শেখ হাসিনা করেছেন।

বুধবার দুপু‌রে জাতীয় যাদুঘর মিলনায়ত‌নে শেখ রা‌সেল জাতীয় শিশু কি‌শোর প‌রিষদ আ‌য়ো‌জিত শিক্ষা উপকরণ, ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবকে বলতে চাই নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেরিয়ে আসবে। যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠেন না, তিনি ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ১১ বার তারেক রহমানের সাথে টেলিফোনে কথা বলেছেন। নতুন বিচার করতে গেলে কী কথা বলেছেন সেটা বের করা হবে।

তিনি বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। দেশে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে। শেখ হাসিনা ছাড়া আর কোনো প্রধানমন্ত্রী নিজের দলের লোক‌দের বিচার করেননি। এর একটা উদাহরণ কেউ দিতে পারবে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা কোনো অপরাধীকে তার দলে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। ফখরুল সাহেবদের দলেও অনেক খুনি, সন্ত্রাসী, অপরাধীরা ছিল তাদের কোনো বিচার করা হয়নি ব‌লেও মন্তব্য ক‌রেন তি‌নি।

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি প্রতিমন্ত্রী জ‌ুনাইদ আহমেদ পলক, শেখ রা‌সেল জাতীয় শিশু কিশোর প‌রিষদের মহাস‌চিব মাহমুদ উস সামাদ চৌধু‌রি, সাইফুজ্জামান শিখর প্রমুখ।


আরো সংবাদ



premium cement
কুয়েট ভিসির ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি রাবি শিক্ষক ফোরামের ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একুশের চেতনারই ফসল : কাদের গনি চৌধুরী অধিকৃত পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ দিলেন নেতানিয়াহু তাহেরীর উস্কানিতে পুলিশের ওপর হামলাকারী রিয়াজ গ্রেফতার দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা নিষ্ক্রিয় করল র‌্যাব ইউক্রেনকে আর অর্থ দেবে না যুক্তরাষ্ট্র ফেনীতে ‘আমার জেলায় আমি সেরা, সিজন-৩’ গ্র্যান্ড ফাইনাল দেশে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ইরানের সাথে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : কাতারের আমির দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সকল