৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকাকে নারীবান্ধব করার প্রতিশ্রুতি দিলেন আতিক

ঢাকাকে নারীবান্ধব করার প্রতিশ্রুতি দিলেন আতিক - ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে ঢাকাকে নারীবান্ধব শহর বানাবো। আর এ জন্য সিসিটিভি ক্যামেরা ও ৪২ হাজার বাতি লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, এই ক্যামেরা ও বাতি নিয়ন্ত্রণ করা হবে সিটি করপোরেশনের কমান্ড সেন্টারের মাধ্যমে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন আতিকুল।

আতিকুল বলেন, ‘নিরাপদ, পরিষ্কার ও আলোকিত ঢাকা গড়তে ইতিমধ্যে আমরা কমান্ড সেন্টারের কাজ শুরু করেছি। এক বছরের মধ্যে সব চলে আসবে কমান্ডার সেন্টারের অধীনে।’

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মেয়র আতিকুল বলেন, নির্বাচন কমিশন দেরিতে হলেও সরস্বতীপূজার বিষয়টিকে আমলে নিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এটাই তার প্রমাণ।

আতিকুল বলেন, ‘গত ৯ মাসে ডিজিটাল সিটি তৈরিতে কাজ করেছি। অনেক কাজ করতে পারিনি। এ সময় কমান্ড সেন্টারের পরিকল্পনা ছিল। আবার নির্বাচিত হলে কমান্ড সেন্টার করা হবে। এর মাধ্যমে ঢাকার কোথায় ময়লা পড়ে আছে, পরিচ্ছন্নতাকর্মীরা কোথা থেকে ময়লা নেননি, সে খবর চলে আসবে।’

আতিকুল জানান, আনসার ক্যাম্প থেকে কচুক্ষেত পর্যন্ত ১০০ ফুট সড়ক করা হবে।

দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার অঙ্গীকার করে আতিকুল বলেন, অনলাইনের মাধ্যমে সবাই বাড়ির ট্যাক্স দেবেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে আর যেতে হবে না।

নির্বাচনী প্রচারের ১০ম দিনে রোববার ঢাকা-১৪ আসনের ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর, পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, মাজার রোড, গোলারটেক, লালকুঠি, গাবতলী সড়কে নির্বাচনী গণসংযোগ করছেন আতিকুল।

রোববার নির্বাচনী প্রচার ও সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান আবদুল মান্নানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
নববর্ষ উদযাপনে ভয়ঙ্কর হয়ে উঠছে আতশবাজি-ফানুস জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বছরব্যাপী দূষণে বিশ্বে রেকর্ড ভঙ্গ দূতাবাসের সত্যায়ন ছাড়া বহির্গমন ছাড়পত্র দেবে না জনশক্তি ব্যুরো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আশা করছি আইন ভঙ্গের দায়ে ব্রিটেনে জরিমানার মুখোমুখি টিউলিপ সিদ্দিক ঢাবিতে ফের হাসিনার ছবি অঙ্কন করে জুতা নিক্ষেপ সিলেটের ১০ নম্বর কূপে তেলের খনি, মজুদ দেড় কোটি লিটার পিলখানা হত্যাকাণ্ডের পর হাসিনাকে নিতে অপেক্ষায় ছিল ইন্ডিয়ান প্যারা ব্রিগেড জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গার্মেন্ট খাতে বিনিয়োগ সামান্য শরীয়তপুরে শিশু নিহত পটিয়ায় আহত ৫

সকল