২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে জামায়াতের শোক

-

আল-হাইআতুল উলয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা  বোর্ডের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক শোকবাণীতে জামায়াত আমীর বলেন, দেশের দীনি শিক্ষা বিস্তার ও প্রসারে আল্লামা আশরাফ আলীর বিরাট অবদান রয়েছে। তিনি ছিলেন দেশের বিপুল সংখ্যক আলেমের ওস্তাদ। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ ইসলামী শিক্ষাবিদকে হারাল।

শোকবাণীতে আল্লামা আশরাফ আলীর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য তিনি মহান আল্লাহর নিকট দোয়া করেন।

এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।


আরো সংবাদ



premium cement