বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন ফখরুল
- অনলাইন প্রতিবেদক
- ২৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৪
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় আরো তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া তিনটি ককটেল নিষ্ক্রিয় করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ককটেল উদ্ধার বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে বিতর্কিত ও বিএনপির উপর দোষ চাপানোর জন্য পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ নয়া দিগন্তকে বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে বিদ্রোহী গ্রুপ এরকম ঘটনা ঘটাতে পারে। তবে এটা সাধারন ককটেল ছিল। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা