২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : বুলবুল

সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : বুলবুল -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। চলমান শৈত্যপ্রবাহে জনজীবন সার্বিকভাবেই কষ্টের শিকার হচ্ছে। বিশেষ করে অস্বচ্ছল মানুষগুলো বেশি সমস্যায় রয়েছে। অসহায় গোষ্ঠীকে সুবিধা বঞ্চিত রেখে আর্ত-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সামর্থহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকার ও প্রতিটি সামর্থবান মানুষের দায়িত্ব। যার যার অবস্থান থেকে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারের পর্যাপ্ত তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাধ্যানুযায়ী প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

আজ শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গেন্ডারিয়া থানার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও গেন্ডারিয়া থানা আমীর মোহসিনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গেন্ডারিয়া থানা কর্মপরিষদ সদস্য কামরুল ইসলাম, মজিবুর রহমান মঞ্জু, ওয়ার্ড সভাপতি জাহিদুর রহমান সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

নুরুল ইসলাম বুলবুল বলেন, যদি আজ বাংলাদেশ ইসলামী কল্যাণ রাষ্ট্র হতো, তাহলে আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে হতো না। আপনারা থাকেন কুঁড়ে ঘরে, আর কেউ থাকে দালানে। এই বৈষম্য থাকতো না। কুরআনের আইনে হাজার বছর আগে থেকেই যেখানে কার্যকর হয়েছে, সেখানের মানুষ সুখে শান্তিতে ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষেই কাজ করে যাচ্ছে। জামায়াত অতীতে যেমন আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরো বলেন, দেশে মৌসুমী শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সারাদেশের মত ঢাকা নগরীতেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন। তাই আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।

এদিকে শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত অন্য আরেকটি শীতবস্ত্র বিতরণ ও সিরাত পাঠ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। থানা আমীর সৈয়দ ইবনে হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য আবুল কাশেম ভুইয়া, ওয়ার্ড সভাপতি মহসিনুল হক প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement