১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ - ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তার সম্প্রতি আজারবাইজান, ইউএই ও ভারত সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন।’

প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতি হামিদ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। শেখ হাসিনা তার সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত এবং এ বিষয়ে তিনটি প্রতিবেদন তার কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement