২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বিএনপির হাতে কোনো ইস্যু দেয়া হবে না : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের - ফাইল ছবি

দেশের সাবেক ক্ষমতাসীন দল বিএনপি চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্য বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন ইস্যু খুঁজছে কিন্তু তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।

আজ মঙ্গলবার গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সাথে হওয়া চুক্তি প্রকাশে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ ভারত নিয়ে কথা বলে। তারা চুক্তি নিয়ে কথা বলে। কিন্তু চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্যই তারা বোঝে না। বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপি নেতারা আজ ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।’

দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে না দেয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন চলবে। সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না। আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

দুর্নীতি আর দুর্নীতিবাজদের চক্র ভেঙে দেয়ার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমাদের নেত্রীর এত ত্যাগ-তিতীক্ষা...তার মাধ্যমে এত অর্জন, উন্নয়ন। এসব কিছুর সোনালী ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনো দাম নেই, যদি আচরণ খারাপ হয়। ভালো ব্যবহার না করলে ভালো উন্নয়নের কোনো দাম নেই।’

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সড়ক পরিবহনের নেতাদের প্রতি অনুরোধ করছি আইন মেনে চলুন। আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে নয়।’

শহীদ বরকত স্টেডিয়াম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটু কারাগারে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : এসএমপি কমিশনার ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে ১২ জনের মৃত্যু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ থাকা প্রয়োজন : বিবিসিকে মির্জা ফখরুল এফবিআইয়ের প্রতিনিধি দলের সিটিটিসি কার্যালয় পরিদর্শন পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন সিলেটে সিএনজি অটোরিকশা চোরচক্রের নারীসহ গ্রেফতার ৩ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন

সকল