২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুপরিকল্পিতভাবে নিরীহ মুসল্লিদের হত্যা করেছে পুলিশ : ছাত্রশিবির

- ফাইল ছবি

ইসলাম অবমাননার প্রতিবাদে আয়োজিত ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাধারণ মুসল্লিদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে ৫ জনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম বলেন, পুলিশের বর্বরতা ও নৃশংসতা সীমা ছাড়িয়ে গেছে। নিরীহ মুসল্লিদের উপর এমন বর্বরতায় দেশবাসী স্তম্ভিত ও প্রচণ্ড ক্ষুব্ধ।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক আইডি থেকে তার বন্ধু তালিকার বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসূলকে (স.) অবমাননা করে কুরুচিপূর্ণ ভাষায় মেসেজ আসে। এই ন্যাক্কারজনক উস্কানীমূলক ধর্মদ্রোহী কাজের প্রতিবাদ ও কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে সাধারণ মুসল্লিদের শান্তিপূর্ণ সমাবেশে আজ পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে কিশোর ছাত্রসহ ৫ জন মুসল্লিকে।

এ বর্বরতায় আহত হয়েছে আরো প্রায় ২০০ মুসল্লি, যাদের অনেকের অবস্থা আশঙ্কজনক। এসব আহত মুসল্লীদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা প্রদান করা হচ্ছে। একটি শান্তিপূর্ণ সমাবেশে নিরীহ মুসল্লিদের উপর গুলি করে হত্যাযজ্ঞ চালিয়ে পুলিশ বর্বরতা ও নির্মমতার যে পরিচয় দিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

এর আগেও পুলিশ এমন বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে। বর্বরতা কোন পুলিশের কাজ হতে পারেনা বরং তা ঘাতকের কাজ। প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যরা জনগণের কাছে চিহ্নিত।

নেতৃবৃন্দ বলেন, ইসলাম অবমাননাকারী অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা কোন সভ্য ও দায়িত্বশীল বাহিনীর কাজ হতে পারেনা। দলকানা দায়িত্বহীন পুলিশের এই নৈতিকতা বিবর্জিত কাজ ধর্ম অবমাননাকে উৎসাহিত করেছে। একই সাথে হত্যাকারী পুলিশ সদস্যরা নিজেদের ইসলাম বিদ্বেষী বিকৃত রুপটিও প্রকাশ করেছে।

এই হত্যাযজ্ঞ প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। অবিলম্বে এই পরিকল্পিত হত্যাযজ্ঞের সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। একইসাথে ইসলাম অবমাননাকারী বিপ্লব চন্দ্র শুভকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ইসলাম বিদ্ধেষী সরকার ও তার সেবাদাস পুলিশের জানা উচিৎ, ইসলামের উপর যেকোন আঘাত প্রয়োজনে জীবন দিয়ে মোকাবেলা করতে এদেশের আপামর ছাত্রজনতা দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের দায়িত্বহীন ভূমিকায় কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার দায়ভার ইসলাম বিদ্বেষী সরকার ও তাদের সেবাদাস পুলিশকে গ্রহণ করতে হবে। 


আরো সংবাদ



premium cement
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : জামায়াত আমির কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা

সকল