২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিয়াউর রহমান আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন : রিজভী

-

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবৈধ রাষ্ট্রপতি বলে; কিন্তু কেন অবৈধ রাষ্ট্রপতি বলে এর কোন ব্যাখ্যা দেন না।

তিনি বলেন, আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে বাকশাল হয়েছিলো; কিন্তু জিয়াউর রহমানের সময় এই বাকশাল থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছিলো এবং তখন একটি আইন পাস হয়েছিলো ‘পলিটিকাল পার্টি রেজিলিউশন’ নামে সেখানে আওয়ামী লীগের একজন নেতা আবেদন করে বাকশাল থেকে আওয়ামী লীগে ফিরে এসেছিলেন। এটাতো জিয়াউর রহমানের সময় হয়েছিলো। জিয়াউর রহমান আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন।

সোমবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত র‍্যালির পূর্বে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহিলা দলের আহব্বায়ক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

রিজভী বলেন, জিয়াউর রহমান অবৈধ নয় কারণ বহুদলীয় গণতন্ত্র চালু করে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তিনি জনগনের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন, রাতের আঁধারে ভোট ডাকাতির মধ্য দিয়ে নয়।

তিনি বলেন, গণতন্ত্র যারা হত্যা করে তারা কি বৈধ? আজকে এই যে এতো সাংবাদিক, এতো সংবাদমাধ্যম এর জন্ম দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান। এই সরকার গণতন্ত্রকে হত্যা করে মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করেছে। অপরদিকে জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলকে প্রাণখুলে কথা বলার সুযোগ দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১১০০ সেনা হতাহত হয়েছে : দাবি সিউলের ভারতে পাচারের সময় দর্শনা সীমান্তে দুই যুবতী উদ্ধার মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস চাঁদপুরে জাহাজ থেকে উদ্ধার আরো ২ জনের মৃত্যু সিরিয়ার শাসকদের সাথে সরাসরি যোগাযোগ নেই : ইরান কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি

সকল