বিদিশার সাথে কথা বলবেন রওশন
- নিজস্ব প্রতিবেদক
- ১০ আগস্ট ২০১৯, ০৬:০৫, আপডেট: ১০ আগস্ট ২০১৯, ০৬:২৬
জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা রওশন এরশাদ সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশার সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। রওশন এরশাদ বর্তমানে অসুস্থ। সুস্থ হলে বিদিশার সাথে দেখা অথবা বৈঠক করার বিষয়টি ভেবে দেখবেন বলে জানান সংবাদমাধ্যমকে।
সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের মৃত্যুর পর সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রওশন এরশাদের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন বিদিশা। পরে রওশন এরশাদের কাছে বিদিশার সাক্ষাতের বিষয়টি জানালে রওশন জানান, তার মানসিক অবস্থা ভালো নেই। বিদিশার সাথে সাক্ষাতের বিষয়টি তিনি এখনো ভেবে দেখেননি। সুস্থ হলে পরে ভেবে দেখবেন।
বিদিশা জানান, ‘তিনি রওশন এরশাদের সাথে সাক্ষাৎ করে তাকে (রওশনকে) সরি বলতে চান। তিনি হয়তো তার প্রতি ক্ষোভ পুষে রেখেছেন। আমি মনে করি আমার দিক থেকে সরি বলা উচিত। কারণ তিনি সংসার ও পার্টির জন্য সব ত্যাগ করেছেন। বিদিশা আরো বলেন, রাজনৈতিকভাবে আমাদের দেখা করা উচিত। দলের জন্য আমাদের একত্রে বসা উচিত। দলের জন্য আমি তার সাথে বসতে চাই।