২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মন্ত্রী-মেয়ররা মশা মারার নামে ঝাড়ু হাতে ফটোসেশন করছে : গণতান্ত্রিক বাম ঐক্য

- নয়া দিগন্ত

গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ বলেছেন, সময়মতো সিটি কর্পোরেশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সিটি কর্পোরেশনের সীমাহীন দুর্নীতির কারণেই ডেঙ্গু আজ মহামারী রূপ নিয়েছে। মেয়র, মন্ত্রী, এমপিরা মশা নিধনের নামে ঝাড়ু হাতে ক্যামেরার সামনে ফটোসেশন করছে। জনগণের দুঃখ-দূর্দশা নিয়ে তারা তামাশায় মেতে উঠেছে। মঙ্গলবার তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাম ঐক্য নেতৃবৃন্দ এসব কথা বলেন।

গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ এনে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম)’র সাধারণ সম্পাদক ডা. এম.এ সামাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, এসডিপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী’র কেন্দ্রীয় নেতা শামসুল হক সরকার, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা আবু মাছুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম মাস্টার, এসডিপি’র কেন্দ্রীয় নেতা সজল ও গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে ডেঙ্গু আজ মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। অনেকে মৃত্যুবরণ করছে। এ পর্যন্ত সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকার কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেছে বলে দৃশ্যমান নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গণতান্ত্রিক বাম ঐক্য ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গত ১লা আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালন করে ৭২ ঘণ্টার মধ্যে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। কিন্তু তারা পদত্যাগও করেনি উপরন্তু ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আর এজন্য সংবাদ সম্মেলন থেকে বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয় বাম ঐক্যের পক্ষ থেকে। এর মধ্যে রয়েছে ৭ আগস্ট বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ঈদের পরে ঢাকা সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি।


আরো সংবাদ



premium cement