২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আন্দোলন ও নির্বাচনে প্রস্তুতি নেয়ার আহবান ড. খন্দকার মোশাররফের

ড. খন্দকার মোশাররফ হোসেন। - ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি একাদশ জাতীয় নির্বাচনে যাবে মন্তব্য করে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে সম্পূর্ণ প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়েছে। এবার কারাগারের ভেতরে আদালতও স্থানান্তর করা হয়েছে। অথচ খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ বলে আদালতকে জানিয়েছেন। কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা না করে তাকে খারাপ অবস্থার দিকে ঠেলে দেয়া হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ষড়যন্ত্রের রাজনীতির অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।

সংগঠনের সভাপতি সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক সিকদার, কৃষকদলের শাহাজাহান মিয়া , কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, বাঞ্ছারামপুর বিএনপির দেওয়ান ফেরদাউসুর রহমান স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার একাদশ নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার জন্যই ষড়যন্ত্র করছে। কিন্তু জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে। জনগণ এই আওয়ামী লীগ থেকে পরিত্রাণ চায়। এই জাতীয় ঐক্যে আওয়ামী লীগকে সাথে নেয়ার কোনো যৌক্তিকতা নেই। ওবায়দুল কাদের যে দাবি জানিয়েছেন তা হাস্যকর কথা।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই সরকার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় লোকসমাগম দেখে এখন আতঙ্কিত। এজন্যই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার শুরু করেছে। কিন্তু তাদেরকে বলবো-এবার জাতীয় ঐক্যের মাধ্যমে যুগপত আন্দোলন হবে। সেই আন্দোলনে বেগম জিয়ার মুক্তি হবে। দেশনেত্রীর নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে। নির্দলীয় সরকারের অধীনে সেনা বাহিনীর তত্ত্বাধানে সেই নির্বাচন হবে। সুতরাং আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে।

 


আরো সংবাদ



premium cement