২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুটি গুটি পায়ে মায়ের সাথে পথ পাড়ি দিলো ভাল্লুক ছানারা (ভিডিও)

সারি বেধে মায়ের সাথে পথ পাড়ি দিচ্ছে ভাল্লুক ছানারা - সংগৃহীত

এই পৃথিবীতে সবচেয়ে আপন কে? কোন মানুষটি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারেন? উত্তরটা খুব ছোট, তিনি 'মা'। মমতাময়ী মা। যার আঁচলের নিচে সন্তান নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে। যার হাত ধরে কঠিন পথ পাড়ি দেয় সন্তান। সম্প্রতি ভাল্লুক পরিবারের এমনই একটি ভিডিও নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। যেখানে একটি ভাল্লুক মা তার সন্তানদের খুব সাবধানে রাস্তা পার করাচ্ছে।

রোববার সকালে ৩৮ সেকেন্ডের এ ভিডিওটি টুইটারে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পারভীন কাসওয়ান নামের এক কর্মকর্তা। ক্যাপশনে তিনি লিখেছেন, ওই ভাল্লুক মা জানে কীভাবে রাস্তা পার হতে হয়। নিজের ছোট ছোট সন্তানদের সেটাই হাতে-কলমে শেখাচ্ছে মা।

তবে এই ঘটনা কোথায় ঘটেছে- সেটা জানাতে পারেননি তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মা ভাল্লুকটি রাস্তার ধারে দাঁড়িয়ে সন্তানদের জন্য অপেক্ষা করছে। তারপর সব সন্তান একসাথে জড়ো হলে, তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাস্তা পার করাচ্ছে।

ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আট হাজার লোক সেটি দেখেন। আর পছন্দ করেন প্রায় দেড় হাজার মানুষ।

হৃদয়ছোঁয়া এই ভিডিও পোস্ট করার জন্য ওই পারভীন কাসওয়ানকে ধন্যবাদ জানিয়ে একজন লেখেন, অসাধারণ সুন্দর একটি দৃশ্য। আমার দিনটাই ভাল করে দিলো।

অন্য আরেকজন লেখেন, স্যার আপনার ভিডিওটি সত্যি আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। পশুদের প্রতি আমাদের ভালবাসাও দিন দিন বাড়ছে।

আরেকজনের মন্তব্য করেছেন, মা হলেন সবচেয়ে ভাল শিক্ষক।

দেখুন সেই ভিডিও-


আরো সংবাদ



premium cement
ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে থানায় হত্যা মামলা

সকল