২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পা পিছলে গণ্ডারের খাঁচায় শিশু

-

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা চিড়িয়াখানায় মঙ্গলবার একটি শিশু গণ্ডারের খাঁচায় পড়ে যায়। এ সময় গণ্ডারের আঘাতে সে আহত হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

ব্রেভার্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ‘শিশুটির পরিবার তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছে।’

মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, শিশুটির বয়স দুই বছর।

গণ্ডারের খাঁচাকে দর্শনার্থীদের থেকে কয়েকটি ইস্পাতের খাম্বা দিয়ে পৃথক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি পা পিছলে দুটি খাম্বার মাঝখানে পড়ে যায়। তখন একটি গণ্ডার শিশুটিকে আঘাত করে।’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সাল থেকে চিড়িয়াখানাটি প্রতিদিনই খোলা থাকে। এর আগে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।


আরো সংবাদ



premium cement