০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ফেসবুক থেকে ফাঁস হতে পারে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডও

ফেসবুক থেকে ফাঁস হতে পারে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডও - সংগৃহীত

ফেসবুকের সৌজন্যে এবার ফাঁস হতে পারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড। কারণ, মাত্র এক দিন আগেই ১৫ লাখ নতুন ফেসবুক ব্যবহারকারীর ই-মেইল অনিচ্ছাকৃতভাবে ডাউনলোড করেছে মার্ক জাকারবার্গের কোম্পানি। তা তারা নিজেরাই স্বীকার করেছে৷ আর তার ঠিক পরেরদিনই কর্তৃপক্ষ জানাল, লক্ষাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারে এমনভাবে সংরক্ষিত ছিল, যা সবার নাগালের মধ্যেই৷

যদিও এই বিষয়টি ই-মেইল ডাউনলোডের মতো স্বীকার না করে চুপিসাড়ে জানিয়েছে ফেসবুক। এই তথ্যটি আলাদা ব্লগের মাধ্যমে পোস্টের বদলে তারা পুরনো একটি পোস্টের সঙ্গে যুক্ত করে দিয়েছে। প্রায় এক মাস আগে পুরনো পোস্টটি করে ফেসবুক। তাতে স্বীকার করা হয়েছে যে তারা এই সংক্রান্ত একটি ভুল শুধরে নিয়েছে। আরো বলা হয়েছে যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড সহজে পড়া যায়, এমন ফরম্যাটে সংরক্ষণ করা ছিল। ফলে ফেসবুকে যারা কর্মরত, তারা সহজেই সেগুলি উদ্ধার করার সুযোগ পেতেন। তবে তাদের অভ্যন্তরীণ সার্ভারেই তথ্যগুলি ছিল৷ তাই বাইরের কারও কাছে তা ফাঁস হয়নি৷ সেই সুযোগও ছিল না৷ এমনই সাফাই ফেসবুক কর্তৃপক্ষের৷

ফেসবুক, ফেসবুক লাইট এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড সংক্রান্ত এই বিষয়টি গত জানুয়ারিতে নজরে আসার পরেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টির সমাধান করা হয়েছে। তবে এই সব পাসওয়ার্ড দেখতে পাওয়ার পরও ফেসবুকের কর্মীরা এগুলি অনৈতিক কাজে ব্যবহার করেন না বলে দাবি করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। পাশাপাশি পাসওয়ার্ড ফাঁস হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে বলেও জানিয়েছে তারা। তবু, সাবধানের মার নেই৷ ফেসবুক থেকে ইনস্টাগ্রাম – নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখুন৷


আরো সংবাদ



premium cement
সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা শাহজাহান খানের ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন ঢাবিতে দুই দিনব্যাপী ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’ শুরু

সকল