২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জুয়ার সরঞ্জাম জব্দে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত

-

দেশের অভিজাত ক্লাবগুলো থেকে জুয়ার উপকরণ জব্দ এবং এসব থেকে মানুষকে বিরত রাখতে আইন প্রয়োগকারী সংস্থাকে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা, উত্তরা ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবকে আপিলের অনুমতি দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে ক্লাবগুলোর পক্ষে শুনানি করেনÑ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমির উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও মাসুদ রেজা সোবহান। অন্য দিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ছাড়া রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী রেদওয়ান আহমেদ রানজীব। পরে রানজীব সাংবাদিকদের বলেন, ঢাকা ক্লাবসহ পাঁচ জেলার অভিজাত ১৩ ক্লাবে জুয়া খেলা বেআইনি ঘোষণা করে হাইকোর্ট ১০ ফেব্রুয়ারি যে রায় দিয়েছিলেন, সেখানে মোট ছয়টি নির্দেশনা ছিল। এর মধ্যে ৩ নম্বর নির্দেশনাটি আপিল বিভাগ স্থগিত করেছেন।
এসব ক্লাবে জুয়া খেলার আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে জনস্বার্থে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সামিউল হক ও রোকন উদ্দিন মো: ফারুক। এই ১৩টি ক্লাব হলোÑ ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।
ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ১০ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। সেই সাথে ছয়টি নির্দেশনা দেন হাইকোর্ট। এর মধ্যে ৩ নম্বর নির্দেশনাটি ছিলÑ মহানগর ও এর বাইরে অন্যান্য যে ক্লাবে এ ধরনের খেলা হয়, সেসব খেলার সরঞ্জাম দ্রুত জব্দ এবং নাগরিকদের এসব খেলা থেকে বিরত রাখতে আইন প্রয়াগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেয়া।


আরো সংবাদ



premium cement